
আমি কে?
কি করতে হবে?
জীবনের উদ্দেশ্য কি?
ঈশ্বর কি আছেন?
যদি থাকেন, তাহলে কেন আমাকে তিনি সৃষ্টি করেছেন?
কোন ধর্মটি সত্য?
প্রত্যেকটা বাচ্চার এই প্রশ্নগুলো তাদের মনে সৃষ্টি হয়৷কিন্তু ধীরে ধীরে, তারা ধর্মনিন্দা আইনের কারনে চুপ হয়ে যায়।কারন বেশিরভাগ ধর্মে প্রশ্ন করা ঈশ্বরকে অপমান করার সামিল৷রীতিনীতি প্রশ্নে বদলে যায়৷ ধর্মনিন্দার ভয় সত্যের সন্ধানকে বদলে দেয়।
যখন তুমি ধর্ম অবমাননা ও ভয়ের মধ্যে থাক, হিন্দুধর্মই তোমাকে উদ্ধার করতে আসে। তুমি হয়তো তোমার ধর্মের ঈশ্বরকে প্রশ্ন করতে পার না৷কিন্তু হিন্দু ধর্মের ঈশ্বর তোমাকে আহবান জানায় তাকে প্রশ্ন করতে।তার সাথে কথা বলতে৷তাকে অবমাননা করতে ৷ এবং এমনকি তাকে বাতিল করতে পর্যন্ত !!এখানে ধর্ম অবমাননার কোনো ব্যাপার নেই।বাতিল করে দাও যদি তুমি কোনো উত্তর না পাও।গ্রহণ কর যদি তোমার এটি ভালোলাগে।
অন্যান্য ধর্মে,তুমি ঈশ্বরের দাস৷হিন্দুধর্মে,তুমি ঈশ্বরের সন্তান৷অমৃতের সন্তান।অন্যান্য ধর্মে, তুমি নরকের শাস্তিকে ভয় করে ভালো কাজ করে থাক, কিন্তু হিন্দুধর্মে তুমি তোমার মাতৃ ঈশ্বরকে ভালোবেসে, তার প্রতি ভালোবাসা থেকে ভালো কাজ করবে৷হিন্দুধর্ম পুরোটাই হলো সর্বশক্তিমানের হাত ধরা এবং তার সাথে কথা বলা,প্রশ্ন করা,কৌতুক করা ও একসাথে হাঁটা।ক্লান্ত হয়ে গেলে এই মা তোমাকে তার বাহুতে নেবেন এবং হাঁটবেন৷যখন তুমি বিপদে পড়বে,মা রক্ষা করবেন।
এই বইটি ১৭০ টিরও বেশি প্রশ্নোত্তর সম্বলিত, প্রত্যেক ধর্মই এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করে কিন্তু ব্যার্থ হয়৷এবং তুমি জানতে পারবে তারা কেন ব্যার্থ হয়৷তারা ব্যার্থ হয় কারন এটা উত্তর খোঁজার বিষয়ই নয় বরং এটা হলো মায়ের কোল খুঁজে পাওয়া যেখানে সব প্রশ্ন উবে যায়...........
--------------------------------------
Author : Sanjeev Newar
Pages : 156
Version : eBook - PDF
This product is for purchase through Indian currency only. If you are using another currency, please visit this link